njonefire360PostAd

এই বছরের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন - উত্তর জানুন

প্রিয় পাঠক নিচে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর অনেক ভালোভাবে বিস্তারিত দেওয়া আছে। যেগুলো আপনি মুখস্ত করে গিয়ে খুব সহজে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে পারবেন।
এই-বছরের-ড্রাইভিং-লাইসেন্স-পরীক্ষার-প্রশ্ন -উত্তর-জানুন
সূচিপত্র: ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর  

এই বছরের - ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন - উত্তর জানুন

 আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যাই তখন আমরা অনেকেই জানিনা যে পরীক্ষায় কি প্রশ্ন আসে। তাই প্রিয় পাঠক নিচে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। যেগুলো খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন হিসেবে আসে। 

আপনি চাইলেই এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দিতে পারেন। ও প্রথম বার এই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যেতে পারেন। চলুন জেনে নেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর হল:
  • ড্রাইভিং লাইসেন্স বা পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে সর্বনিম্ন কত বছর বয়স হতে হয়?
  • উত্তর: ১৮ বছর বয়স হতে হয়।
  • ইলেকট্রিক চালিত গাড়িতে ইঞ্জিন থাকে কি?
  • উত্তর: ইলেকট্রিক গাড়িতে ইঞ্জিন থাকে না।
  • সকলে যেন ভালোভাবে ও সুপরিকল্পিতভাবে যানবাহন চালাতে পারে এ বিষয়ে পরিচালনা করার দায়িত্ব কাদের?
  • উত্তর: সুপরিকল্পিত ভাবে যানবহন পরিচালনা করার দায়িত্ব যে সকল সংস্থার তাহলো: ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্র, সড়ক পরিবহন, যোগাযোগ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ, ট্রাফিক পুলিশ বিভাগ কর্তৃপক্ষ।
  • কোন কর্তৃপক্ষ আপনার গাড়ির কাগজপত্র রাস্তায় পরিদর্শন করতে পারবেন? 
  • উত্তর: সার্জেন্ট, পুলিশের সাব-ইন্সপেক্টর, উর্ধ্বতন কর্মকর্তা।
  • সড়ক দুর্ঘটনা এড়াতে রাস্তা যে সকল মানুষ ব্যবহার করবে তাদের কি নিয়ম মেনে চলতে হবে? 
  • উত্তর: ট্রাফিক আইন ভালোভাবে জানতে হবে এবং ট্রাফিক আইন মানতে হবে। এবং সকলের মাঝে সেটি কার্যকরী করতে হবে।
  • একটি গাড়ি থেকে আরেকটি গাড়ি নিরাপদ দূরত্ব কতটুকু হওয়া উচিত? 
  • উত্তর: গাড়ির কিলোমিটার অনুযায়ী গাড়ির দূরত্ব রাখা উচিত। যেমন গাড়ি যদি ৩০ কিলোমিটার স্পিডে চলে তবে 30 ৩০ গজ দূরে থাকতে হবে।
  • গাড়ি ওভারটেক করার জন্য কোন লেন ব্যবহার করতে হবে?
  • উত্তর: রাস্তার ডান দিকের লেন।
  • গাড়ি ওভারটেক না করার চিহ্ন কি? 
  • উত্তর: রাস্তায় মাঝখানের অখন্ডিত সাদা লাইন।
  • ওভারটেক করা যাবে এর চিহ্ন কি? 
  • উত্তর: ছোট ছোট বিভক্ত সাদা লাইন চিহ্ন থাকলে ওভারটেক করা যাবে।
  • লাল বাতি ও সতর্ক সংকেত ব্যবহার কারা করতে পারে? 
  • উত্তর: জরুরী সেবার গাড়িগুলো।
  • সোজা যাওয়ার গাড়ি কোন বাতি জ্বললে যাওয়ার সুযোগ পাবে?
  • উত্তর লাল বাতি শেষে সবুজ বাতি জ্বললে।
  • পানি ও বাতাসের সাহায্যে ইঞ্জিন কে কি করা হয়? 
  • উত্তর: ইঞ্জিন ঠান্ডা করা হয়।

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষার প্রশ্ন - উত্তর

মৌখিক ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন অনেকে মনে করে যে অনেক কঠিন। বা অনেকে ভয়ের মাধ্যমে বলতে পারেনা। তবে সকলে যদি বাসা থেকে ভালোভাবে প্র্যাকটিস করে যাই তবে এটি খুবই সহজ। 

ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষায় আমাদের কিছু চিহ্ন দেওয়া হবে যেগুলো সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আমরা মাঠ পাব। আমাদের শুধু চিহ্ন দেখে তার বিবরণ দিতে হবে এমন ভাবেই চিহ্ন লাইসেন্সের চিহ্ন পরীক্ষা হয়। চিহ্নের ছবি নিজে দেওয়া হল: 

যেগুলো করা নিষিদ্ধ চিহ্নর মাধ্যমে বুঝে নিনড্রাইভিং-লাইসেন্স-মৌখিক-পরীক্ষার-প্রশ্ন -উত্তর

যে চিহ্নগুলো অনুমতি দেয়

ড্রাইভিং-লাইসেন্স-মৌখিক-পরীক্ষার-প্রশ্ন -উত্তর

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার চিহ্ন

নিজের সকল চিহ্ন বোঝার পরে সতর্ক ভাবে গাড়ি চালাতে হবে এবং গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকতে হবে।
ড্রাইভিং-লাইসেন্স -পরীক্ষার-চিহ্ন-জানুন


ড্রাইভিং-লাইসেন্স-পরীক্ষার-চিহ্ন
ড্রাইভিং-লাইসেন্স-পরীক্ষার-চিহ্ন
ড্রাইভিং-লাইসেন্স-পরীক্ষার-চিহ্ন
ড্রাইভিং-লাইসেন্স-পরীক্ষার-চিহ্ন
ড্রাইভিং-লাইসেন্স-পরীক্ষার-চিহ্ন
ড্রাইভিং-লাইসেন্স-পরীক্ষার-চিহ্ন

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার বই

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কোন ধরনের বই এখন পর্যন্ত প্রকাশ হয়নি। যে কারণে আপনি ওপরের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন  উত্তর ভালোভাবে মুখস্ত করে এবং চিহ্নগুলো ভালোভাবে মুখস্ত করে পরীক্ষা দিতে পারবেন। 
ড্রাইভিং-লাইসেন্স-পরীক্ষার-বই
আশা করা যায় এই সকল প্রশ্ন ও উত্তর মুখস্ত করে গেলে আপনি অবশ্যই পরীক্ষা দিয়ে পাশ করবেন।  ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন - উত্তর যে সকল আসে তা উপরে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। এবং আপনি চাইলে আরো কিছু pdf ফাইল পড়তে পারেন।

আমাদের পরামর্শ 

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন দেওয়া রয়েছে আপনি আরো ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য আরো যা চাইবাছাই করে আরো বেশি প্রশ্ন করে যেতে পারেন। এতে করে আপনি প্রথমবার এই প্রথমবার এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url