১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৫ - ১০ টি সেরা স্মার্টফোন
প্রিয় পাঠক আপনি এটি কম দামের মধ্যে ফোন কিনতে চান তবে আপনি সঠিক পোস্টে এসেছেন। এখানে সকল ফোনই কম দামের মধ্যে আপনি কিনতে পারবেন। এবং ফোনের পারফর্মেন্স ও ভালো পাবেন দাম এর তুলনায়।
সূচিপত্র: ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৫ - ১০ টি সেরা স্মার্টফোন
অল্প টাকা মধ্যে আমরা অনেকেই ফোন খুজে থাকি। তবে আমরা যদি ভালোভাবে না খোঁজার চেষ্টা করি তবে আমরা অল্প পুঁজির মধ্যে ফোন খুজে পাব না এবং পায় না। এর জন্য আপনাদের সকলের জন্য ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৫ - ১০ টি সেরা স্মার্টফোন নিয়ে এসেছি।
এই ফোনগুলো আপনি ১০ হাজার থেকে ৮ হাজার কিংবা এর থেকে একটু বেশি হতে পারে। আপনি যদি ১০ হাজার টাকার ফোনের বাজেট করে থাকেন তবে আপনার জন্য সেরা কয়েকটি ফোন নিয়ে আসলাম সকল ব্রান্ড থেকে। ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৫ - ১০ টি সেরা স্মার্টফোন হলো:
- Benco V91c : এই ফোনটির ক্যামেরা ব্যাটারি ও অন্যান্য সকল দিক কি ভালো রয়েছে। আপনি এই ফোনটি ১০ হাজার ৯৯৯৯ টাকার মধ্যে পেয়ে যাবেন।
- Motorola Moto G 35: এই ফোনটা একটু বেশি দাম হলেও ফোনটির কোয়ালিটি ও সব কিছুই ভালো। এটি আপনার ১৬ হাজার টাকার মধ্যে হয়ে যাবে।
- Symphony Atom 5: এই ফোনটির ফিউচার ও অন্যান্য দিকে বিবেচনায় এই ফোনটির দামে খুবই অল্প। এই স্মার্ট ফোনটি আপনি ৮৪৯৯ টাকার মধ্যে পেয়ে যাবেন।
- Symphony z70 : এই ফোনটি ও আপনি অল্প দামের মধ্যে পেয়ে যাবেন ভালো ফিউচার হিসেবে। এই ফোনটি আপনি নয় হাজার 9499 টাকা মধ্যে অফিসার ভাবে পেয়ে যাবেন।
- Infinix hot 12 : এই ফোনটা একটু দাম বেশি কিন্তু ক্যামেরা এবং পারফরম্যান্স খুবই ভালো। আপনি এই ফোনটি ১৬ হাজার ৫০০টাকার মধ্যে পেয়ে যাবেন।
- Symphony z47: আপনি এই ফোনটি ও ১০০০০ ৪৯৯ টাকার মধ্যে অফিশিয়াল ভাবে পেয়ে যাবেন এই ফোনটি ও প্রতি সালের ব্যবহার করার জন্য খুবই উত্তম।
- iTel zero 10: এই বছরের নতুন ফোন হিসেবে আপনি এই ফোনটি নিতে পারেন এই ফোনটি আপনি 10000 টাকার মধ্যে পেয়ে যাবেন।
- iTel A80: আপনি ১০ হাজার টাকার মধ্যে এই ফোনটি নিতে পারেন। আপনি ফোনের কোয়ালিটি ও পারফরম্যান্স দাম হিসেবে ভালো।
- Redmi 14c : আপনি যদি ১০ হাজার টাকা থেকে একটু বেশি টাকা দিয়ে যদি ভাল ফোন পেতে চান তবে আপনি এই ফোনটি নিতে পারেন এই ফোনটির দাম ১৩৯৯ টাকা এই বছর এসে এই ফোনটি খুবই ভালো এবং নতুন হিসেবে পাবেন।
- Redmi note 60x: আপনি যদি একটি ভালো ব্রান্ডের ফোন নিতে চান তবে এই ফোনটি আপনার জন্য। এই ফোনটি খুবই ভালো পারফরমেন্স এবং ভালো কোয়ালিটি নিয়ে রয়েছে। এবং এর সাথে এর দামও কম এটি দশ হাজার ৯৯৯ টাকার মধ্যে পেয়ে যাবেন।
প্রিয় পাঠক এতক্ষণ আমরা যে সকল ফোন নিয়ে আলোচনা করলাম এই ফোন গুলো ১০ হাজার টাকার মধ্যে মোবাইল ২০২৫ এর সেরা ১০ টি স্মার্টফোন। এই ফোন গুলো বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচের পড়ুন। যেখানে এই সকল ফোনগুলোর র্যাম ব্যাটারী হেলথ ও আরো সকল বিস্তারিত দেওয়া থাকবে।
৮ থেকে ১০ হাজার টাকার মোবাইল 2025
৮ থেকে ১০ হাজার টাকার মোবাইল 2025 আপনি যদি অল্প টাকার মধ্যে ক্যামেরা ভালো। ভালো গেম খেলার মত বা ভালো ছবি তোলার মতো ফোন খুলছেন তবে আপনি এ সকল ফোন নিতে পারেন যেগুলো আর থেকে ১০ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে। তবে কোন কোন ক্ষেত্রে কোন ফোনের দাম বাড়তি হতে পারে।
কেননা ফোনের দাম অনেক সময় কমে আবার কখনো কখনো বেড়ে যায়। আমরা যখন ফোন নেই তখন যদি আমাদের ফোনে চার্জ এর সমস্যা দেখা দেয় তবে সেটি অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। কেননা দিনের মধ্যে ফোনে যদি কয়েকবার চার্চ দিতে হয় তবে সেটি খুবই বিরক্তকর মনে হয়।
এর জন্য এখানে সকল ফোনই পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারির ফোন এর ক্যাটাগরি দেওয়া হয়েছে। নিজে আর্থের ১০ হাজার টাকার মোবাইল দেওয়া হলো:
- Symphony Z70
- Symphony Atom 5
- Symphony Z47
- iTel zero 10
- Motorola Moto G 35
- Redmi 14c
- Redmi note 60x:
- Infinix hot 12
- iTel A80
- Benco V91c
10000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ
দশ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল বাংলাদেশ এর প্রাইজে যে সকল ফোনগুলো রয়েছে সেগুলো নিজে আলোচনা করা হবে। তাই ১০০০০ টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ থেকে কিনতে এবং দাম জানতে এবং আরো বিস্তারিত জানতে। আপনাকে নিজের লেখাগুলো পড়তে হবে।
১০০০০ টাকার মধ্যে ভাল মোবাইল বাংলাদেশ এর মধ্যে যেগুলো রয়েছে তার বিস্তারিত জানানো হলো:
Benco V91c phone review
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৫ - ১০ টি সেরা স্মার্টফোন এর মধ্যে একটি হলো Benco V91c । আপনি যদি কম দামের। কেননা এই ফোনটিতে আপনি ফোন মেমোরি বা স্টোরেজ বেশি পাবেন। তার সাথে থাকবে 4gb ram। এবং ৫ হাজার এম্পিয়ার এর ব্যাটারি থাকার কারণে আপনি অনেক সময় যাব ফোনটি ব্যবহার করতে পারবেন।
Motorola Moto G 35 phone review
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৫ - ১০ টি সেরা স্মার্টফোন এরমধ্যে এই ফোনটি অন্যতম। আপনি যদি ক্যামেরা ও অনেকক্ষণ ধরে ফোন ব্যবহার করার জন্য ফোন খুলেন তবে আপনি এই ফোনটি নিতে পারেন। এই ফোনের মাধ্যমে ৫০ MP ও ৮ MP পেছনের ক্যামেরা দেয়া থাকবে ছবি বা ভিডিওর কোয়ালিটি ভালো আসবে। এবং ১২৮ জিবি স্টোরিস হওয়ার কারণে মেমোরি কার্ডের তেমন প্রয়োজন হবে না।
Symphony Atom 5 phone review
বাংলাদেশ ব্র্যান্ডের মধ্যে ফোন কেনার জন্য আপনি যদি ভেবে থাকেন তবে আপনি কম দামের মধ্যে এই ফোনটি নিতে পারেন । এটিও ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৫ - ১০ টি সেরা স্মার্টফোন এরমধ্যে সেরা ফোন। কেননা আপনি এই ফোনটি খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন।
তার সাথে এই ফোনে আপনি ভিডিও কোয়ালিটি ও ফটো কোয়ালিটি ভালো থাকবেন আবার পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারী হওয়ার কারণে ফোনের চার্জ ফুরানোর সম্ভাবনা থাকে না সারা দিনে। নরমাল ব্যবহার করলে সারাদিনই চার্জ চলে যাবে।
Symphony Z70 phone review
symphony এর সকল ফোন কমদামের মধ্যে পাওয়া যায় না। কেননা বাংলাদেশের ব্র্যান্ড এবং এই কারণেই সেম্ফনির ফোনগুলো কম দামের মধ্যে পাওয়া যায়। তবে ফোনের কোয়ালিটি খারাপ হয় না। যেমন এই ফোনটি আপনি ব্যবহার করতে পারেন ছবি তোলা বা সাধারণ ব্যবহারের জন্য। এটির পিছের ক্যামেরা ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন।
Infinix hot 12 phone review
এই ফোনটি একটু পুরোনো মডেল হলেও এই ফোনটি ব্যবহার করে মজা পাবেন। এই ফোনটি ৬ জিবি ram হওয়ার কারণে এটিতে আপনি গেম প্লে করতে পারবেন ভালোমতো। আর যদি সাধারণ কাজের জন্য ব্যবহার করে থাকেন তবে আপনি এই ফোন থেকেও ভালো পারফরম্যান্স পাবেন।
এই ফোনটির শুধু একটি সমস্যা এটিতে ক্যামেরা ১৩ মেগাপিক্সেল হওয়ার কারণে মোটামুটি ঠিক ছবি ওঠে। তবে অতটা ভালো আসে না। তবে সাধারণ লাইফে ছবি তোলার জন্য হয়ে যাবে।
Symphony Z47 phone review
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৫ - ১০ টি সেরা স্মার্টফোন ফোনের মধ্যে এই ফোনটি ও আপনি নিতে পারেন। এটিতে নতুন করে বিশেষ কোনো ফিউচার নাই তবে কম দামের মধ্যে আপনি এই ফোনটি ও নিতে পারেন। আগের symphony ফোনগুলোর মতোই এটিও অনেক ভালো পারফরম্যান্স দেয়। তবে এই ফোনটি ব্যবহার করলে চার্জ ব্যাকআপ আপনি খুব ভালো পাবেন।
iTel zero 10
iTel এর ফোনগুলো খুবই ভালো হয়। তবে আপনি যদি এই ফোনটি প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করেন তবে এটি আপনার জন্য না। এটি ৩ জিবি ram হওয়ার কারণে এটি আপনি সাধারণভাবে ব্যবহার করতে পারবেন। অসাধারণ ভাবে ছবি তোলার তুলি করতে পারবেন। তবে এটিতে চার্জ ব্যাকআপ খুবই ভালো যাবে। যে কারণে আপনি সাধারণভাবে ব্যবহার করার জন্য এই ফোনটি নিতে পারেন।
iTel A80 phone review
itel এর এই ফোনটি খুবই দুর্দশা কর এবং অল্প প্রাইজের মধ্যে এই ফোনটি আপনি নিতে পারেন এটিতে স্টোরিজ ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কেননা ১২৮ জিবি স্টোরেজ। এবং ক্যামেরা কোয়ালিটি ভালো হবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া রয়েছে পেছনের টা এবং ব্যাটারি পাঁচ হাজার অ্যাম্পিয়ার দেয়া রয়েছে যে কারণে আপনি এই ফোনটি ব্যবহার করে খুবই শান্তি ফিল করবেন।
Redmi 14c
আপনি যদি বড় কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করতে চান তবে আপনি এই ফোনটি নিতে পারেন। এই ফোনের সব কিছুই খুবই একদম ভালো। এই ফোনটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন কেননা এটাতে চার্জার টেনশন নেই। একবার ফুল চার্জ দিয়ে আপনি সারাদিন ব্যবহার করতে পারবেন তবে গেম খেললে বলা যায় না।
Redmi note 60x phone review
আপনি যদি ২৫ সাল এ এসে নতুন কোন বা পঁচিশ সালের কোন ফোন ফোন ব্যবহার করতে চান তবে আপনি এই ফোনটি নিতে পারেন এটি ২৫ সালে একদম নতুন এসেছে।
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল vivo
আমরা অনেকেই ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৫ - ১০ টি সেরা স্মার্টফোন খুঁজছি। তবে আমরা যদি Vivo ফোনের মধ্যে কম দামের মধ্যে ফোন খুজি তবে আমরা অনেক ফোনই পাব Vivo ব্র্যান্ডের ফোন।
নিচে সেরা কয়েকটি ভিভো ব্র্যান্ডের ফোন এর নাম দেওয়া হল:
- Vivo Y91 1816
- Vivo Y15s
- Vivo Y01
- Vivo Y15C
- Vivo Y21
- Vivo Y16
রেডমি 10 হাজার টাকার ফোন
১০ হাজার টাকার মধ্যে রেডমি ফোন ভালো হয়ে থাকে। তবে গেমিং এর জন্য এইসব ফোন একটুও ভারী মারতে পারে। তবে খুব ভালোভাবে এসব ফোন নিয়ে গেম খেলা যায় তবে ওভার হিট হয়ে গেলে ফোনে একটু সমস্যা হয়ে থাকে।
বা সারাদিন যদি আপনি গেম বা বড় কোন সফটওয়্যার ব্যবহার করে থাকেন তবে ফোন একটু ভারী হয়ে যাইতে পারে। তাই আপনি যদি প্রফেশনাল কোন কাজ করতে চান বড় সফটওয়্যার জনিত তবে এই ফোনটি আপনার জন্য না। নিচের রেডমি এর ১০ হাজার টাকার মধ্যে ফোন দেয়া হলো:
- Xiaomi Redmi A4
- Redmi 14c
- Redmi note 60x
আমাদের পরামর্শ
প্রিয় পাঠক আমরা এতক্ষণ ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৫ - ১০ টি সেরা স্মার্টফোন এর বিষয়ে আলোচনা করলাম। এই বিষয়ে বলো আমরা ভালোভাবে জানার পরে তারপরে আপনাদের জানানোর চেষ্টা করেছি। তবে আমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।
এবং আপনি যদি কোন কিছু বুঝতে না পারেন তবে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা বোঝানোর চেষ্টা করব। আপনি যদি কোন ফোন কেনার জন্য আগ্রহী হয়ে থাকেন তবে সর্বপ্রথম শো রুমে গিয়ে খোঁজ নিয়ে দেখুন। কেননা অনেক সময় অনেক ফোন খুঁজে পাওয়া যায় না বা মার্কেট আউট হয়ে যায়।
এর জন্য ফোন নেয়ার ডিসিশন নেওয়ার আগে শোরুমে থেকে ঘুরে আসতে পারেন। সুস্থ থাকুন ভালো থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url