কোয়েল পাখির ঔষধ তালিকা - সকল রোগের সমাধান এবং খাদ্য তালিকা

প্রিয় পাঠক কোয়েল পাখি পালন করতে হলে সব সময় এর রোগ ও রোগের চিকিৎসা আমাদের সঠিকভাবে করতে হবে। তাই আজকে আমরা আপনাকে জানাবো কোয়েল পাখির ঔষধ তালিকা-কোয়েল পাখির সকল রোগের সমাধান এবং খাদ্য তালিকা।
কোয়েল-পাখির-ঔষধ-তালিকা-সকল-রোগের-সমাধান-এবং-খাদ্য-তালিকা
সূচিপত্র: কোয়েল পাখির ঔষধ তালিকা ও রোগের সমাধান ও খাদ্য তালিকা   

কোয়েল পাখির ঔষধ তালিকা - ও সকল রোগের সমাধান এবং খাদ্য তালিকা  

অনেক খামারী এবং যুব সমাজ মাও বোনেরা এই কোয়েল পাখি পালনের দিকে ঝুঁকেছে। অনেকেই পালন করেন খাঁচায় বন্দি করে কেউ বা আবার বাড়িতে কোনো এক কোণে অথবা মুরগির সাথে ছেড়ে পালন করে থাকে। আপনি যেভাবেই পালন করে থাকেন না কেন এ রোগগুলো সাধারণত হবে। তাই কোয়েল পাখির ওষুধ তালিকা জেনে চিকিৎসা করুন।

আপনি ভালো স্থানে রাখলে কম হবে আর না হলে বেশি হবে। কিন্তু এ রোগ গুলো হয় এদের রোগের মধ্যে অন্যতম রোগ হচ্ছে গামবোড়া, রক্ত আমাশয়, ব্রুডার নিউমোনিয়া, ক্ষত সৃষ্টিকারী তন্ত্র প্রদাহ। তাই আমাদের সব সময় এর অনেক ভালোভাবে যত্ন নিতে হবে।

যেন এই সকল রোগে আক্রান্ত না হয় কোয়েল পাখি এবং এই রোগগুলো হলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখানো উচিত ও কোয়েল পাখির ঔষধ তালিকা অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে। এছাড়াও কোয়েল পাখির আরো অন্যান্য রোগ ও  কোয়েল পাখির ঔষধ তালিকা দেওয়া হলো:

  • কলিসেপটিসিমিয়া: এই রোগটি হলে প্রত্যেক কেজি খাবারের সাথে 100 মিলিগ্রাম রেনামাইন ট্যাবলেট খাওয়াতে পারেন তিন থেকে চার দিন পর্যন্ত।
  • কোয়েলের ক্লোমনালী প্রদাহ: এখন পর্যন্ত এই রোগের কোন চিকিৎসা বের হয়নি। তবে আপনি যে কোয়েল পাখির এ রোগটি হবে তাকে আলাদা করে দিবেন। কোয়েল পাখিকে এই রোগের ব্যাকটেরিয়া থেকে বাঁচাতে টেট্রাসোইক্লিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন
  • কৃমির আক্রমণ: কৃমির আক্রমণ হলে কোয়েল পাখিকে ক্রিমিনাল সব ওষুধ খাওয়াতে হবে। কৃমি আক্রান্ত হলে কোয়েল পাখিকে থায়াবেনডাজল খাওয়াতে পারেন। এবং কোয়েল পাখির স্বাস্থ্যবিধি সঠিক নিয়মে মেনে চলতে হবে। এবং কোয়েল পাখিকে এক দুই মাস পর পরে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে।
  • গামবোরো:  গামবোরো আক্রান্ত হলে কোয়েল পাখিকে চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী যে ভ্যাকসিন দিতে বলবে সেটি দিতে হবে।

                                        কোয়েল পাখির সাপ্তাহিক ওষুধ


  • শনিবার: মাল্টিভিটামিন সকালে পানির সাথে মিশে খাওয়াতে হবে। প্রত্যেক লিটার পানিতে এক গ্রাম হাড়ে ওষুধ মিশাতে হবে। এবং বিকেল ও রাতে আপনি ফ্রেশ পানি খাওয়াতে পারেন।
  • রবিবার: জিংক সিরাপ বিকেল বেলায় প্রতি লিটার পানির সাথে ১ থেকে ২ মিলি খাওয়াতে পারেন। এবং সকাল ও রাতে ফ্রেশ পানি খাওয়াতে পারেন।
  • সোমবার: সোমবারে কোন ওষুধ না খাওয়ালেও চলে আপনি শুধু সাধারণ ফ্রেশ পানি খাওয়াতে পারেন পর্যাপ্ত পরিমাণে।
  • মঙ্গলবার: ক্যালসিয়াম প্রত্যেক দুই থেকে তিন লিটার পানির সাথে এক গ্রাম এর মত ক্যালসিয়াম খাওয়াতে পারেন সকালবেলায় এবং বিকেলে ও রাতে ফ্রেশ পানি খাওয়াতে পারেন।
  • বুধবার: A,D3‌E/ ই-সেল বিকাল বেলায় দুই থেকে তিন লিটার পানির সাথে ১ মিলি পরিমাণে খাওয়াতে পারেন এবং সকালে ও রাতে ফ্রেস পানি খাওয়াতে পারেন।
  • বৃহস্পতিবার: বৃহস্পতিবার আপনি সাধারণ দিনের মতো ফ্রেশ বানিয়ে খাওয়াতে পারেন সকাল বিকেল এবং রাতে।
  • শুক্রবার: লিভার টনিক ফ্রেশ পানির সাথে এক মিলি পরিমাণে প্রত্যেক লিটারে সকাল বেলায় খাওয়াতে পারেন এবং অন্যান্য সময় শুধু ফ্রেশ পানি খাওয়াতে পারেন।
কোয়েল পাখির ঔষধ তালিকা সাপ্তাহিক এই গুলো। এই ওষুধগুলো খাওয়ানোর মাধ্যমে আপনি আপনার কোয়েল পাখি থেকে লাভবান হতে পারবেন। কেননা ভিটামিন প্রত্যেক সপ্তাহে খাওয়ালে আপনার কোয়েল পাখি বেশি বেশি ডিম পারবে। এবং রোগ বালাই থেকেও দূরে থাকবে এসব ওষুধ খাওয়ালে।

কোয়েল পাখির ডায়রিয়ার চিকিৎসা

কোয়েল পাখির ডায়রিয়ার চিকিৎসা জেনে তার পরে চিকিৎসা করা ভালো। কোয়েল পাখি ডায়রিয়া হলে আমাদের কোয়েল পাখির অনেক অসুস্থ হয়ে পড়ে। যে কারণে আমাদের কোয়েল পাখির ডায়রিয়ার চিকিৎসা খুব দ্রুত করা উচিত। কেননা একটি পাখির থেকে আরও অনেক পাখিতে এই রোগ ছড়িয়ে যেতে পারে। 

তাই আমরা কোয়েল পাখির ডায়রিয়ার রোগের চিকিৎসা খুব দ্রুত করব। কোয়েল পাখির ডায়রিয়া হলে কোয়েল পাখি লাল ধরনের পায়খানা করে। পানির মত পায়খানা করে, চুনা পায়খানা, তখন তাদের জন্য প্রাথমিক অবস্থায়। Doxy-A Vet/ রেনামাইসিন দিতে পারেন।

                                               খাওয়ানোর নিয়ম

সকালে খাবার দেওয়ার পর প্রতি লিটার পানির সাথে এক গ্রাম করে Doxy-A Vet দিবেন। আর দুপুরে শীতকাল হলে সাধারণ পানি আর গরমের সময় হলে এসএমসির ওর স্যালাইন দিতে পারেন।

বিকেল এবং সন্ধ্যায় এমোডিস-ভেট প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দেবেন। এই ওষুধগুলো তিন থেকে চার দিন খাওয়াবেন ইনশাআল্লাহ পাখির চুনা পায়খানা পাতলা পায়খানা রক্ত আমাশয় ভালো হয়ে যাবে।

কোয়েল পাখির দাম ২০২৫

কোয়েল পাখির এক এক সময় এক এক ধরনের দাম হয়। যখন কোয়েল পাখি ছোট থাকে তখন তার দাম কম হয়। আবার যখন দশ -বিশ দিন হয়ে যায়। তখন তার দাম বেশি হতে থাকে কোয়েল পাখি যত বড় হতে থাকে দাম বাড়তে থাকে।
  • বাচ্চা কোয়েল পাখির দাম প্রতি পিস ২০ থেকে ২৫ টাকা। 
  • প্রতি পিস কোয়েল পাখি ৩৫ দিন বয়সের দাম ৬০-৬৫ টাকা। 
  • এবং ৩৫ দিনের ওপর থেকে ৫০ দিন পর্যন্ত প্রতি পিস কোয়েল পাখির দাম হয় ১০০ থেকে ১২০ টাকা শুধু মহিলা পাখিদের দাম এটা।
  • সাধারণভাবে পুরুষ পাখিদের দাম বাজার এর কোয়েল পাখির দামের সাথে একই থাকে যেমন 40 থেকে 50 টাকা।

কোয়েল পাখির খাদ্য তালিকা ও দাম

কোয়েল পাখির ঔষধ তালিকা এর সাথে খাদ্য তালিকাটাও জরুরী। অন্যান্য মুরগি কিংবা গরু-ছাগলকে যেমন বেছে বেছে আলাদা খাবার খাওয়াতে হয়। কিন্তু কোয়েল পাখির ক্ষেত্রে আপনি সব ধরনের খাবার মিক্স করে খাওয়াতে পারেন। এতে কোয়েল পাখির কোন ধরনের সমস্যা হয় না। তবে প্রথম থেকেই কোয়েল পাখিকে একই ধরনের খাবার খাওয়ানো উচিত।
কোয়েল-পাখির-খাদ্য-তালিকা-ও-দাম
যেটি আপনি বাসায় মিক্স করে বানিয়ে খাওয়াতে পারেন।সাধারণত বাড়িতে মুরগি পালনে যেসব খাবার খায় যেমন ভাত চাইল গম চাল ভাঙ্গা সেগুলো খাওয়ার খেয়ে থাকে। তবে খামারিরা যেসব খাবার দেয়।
যেমন:
  • গম ভাঙ্গা।
  • চালের মিহি গুড়া।
  • তিলের খই।
  • ঝিনুকের গুড়া।
  • মাছের তেল।
  • শুটকি মাছের গুঁড়া।
  • লবণ।
  • ভিটামিন মিনারেল প্রিমিক্স।
  • মুরগিকে খাওয়ানো ফিড।
আপনি এই সকল সব খাবারগুলো একসাথে মিশিয়ে কোয়েল পাখিকে খাওয়াতে পারেন। এতে করে আপনার ফিড এর তুলনায় কোয়েল পাখি পালন করতে কম খরচ হবে। যদি আপনি শুধু কোয়েল পাখিকে ফিড খাওয়ান তবে আপনার অনেক বেশি খরচ হবে। তাই সবকিছু একসাথে মিক্স করে খাওয়াতে পারেন।

খাবারের দাম 2025

আমাদের দেশে সব সময় খাবারের দাম কম বেশি হয়ে থাকে। এক এক জায়গাতে এক এক ধরনের খাবারের দাম। এর জন্য একটু দাম কম বেশি হতে পারে। নিচে কোয়েল পাখির সব ধরনের খাবারের আলাদা আলাদা করে দাম দেওয়া হল:
  • প্রতি কেজি গম ভাঙ্গা ৪৫ টাকা আর ১৮০০ টাকা মণ।
  • এক কেজি চালের মিহি গুড়ার দাম ৭৫ টাকা ৩০০০ টাকা মণ।
  • তিলের খই ৩০০ টাকা কেজি।
  • ঝিনুকের গুড়া ৫ কেজির দাম ১৭৫ টাকা।
  • শুটকি মাছের ঘোড়া ৩০০ টাকা কেজি।

কোয়েল পাখির সবচেয়ে বেশি যে রোগ হয়

কোয়েল পাখির অনেক ধরনের রোগ হয় এর মধ্যে অন্যতম রোগ হলো ক্ষত সৃষ্টি কারী তন্ত্র প্রদাহ। কোয়েল পাখির রোগ ব্যাধির মধ্যে এটি সবচেয়ে মারাত্মক রোগ, কারণ এটি হলে কোয়েল পাখি ৯৯% মারা যায়। সাধারণত দূষিত খাদ্য দ্রব্য খাওয়ানোর মাধ্যমে বাচ্চা কোয়েলের এ রোগ হয়। 
কোয়েল-পাখির-সবচেয়ে-বেশি-যে-রোগ-হয়


সাধারণত এটি লিটারে পালিত কোয়েলের বেশি দেখা যায়। এটি ব্যাকটেরিয়া জনিত রোগ এ রোগে আক্রান্ত হলে বিশেষজ্ঞ  চিকিৎসকের  পরামর্শ নিতে হবে কোয়েল পাখির ঔষধ তালিকা অনুযায়ী চিকিৎসা করতে হবে। এবং আমাদের অবশ্যই প্রত্যেক সপ্তাহেতে লিটারে পরিষ্কার করতে হবে। না হলে ক্ষত সৃষ্টিকারী তন্ত্র প্রদাহ এই রোগে সকল কোয়েল পাখি মারা যাবে।

হঠাৎ কোয়েল মারা যাচ্ছে কেন?

অনেক সময় ঋতু পরিবর্তনের কারণে হঠাৎ পাখি মারা যেতে পারে। আবার ওষুধ কম বেশি বা কোন বিষাক্ত পোকামাকড় পানিতে পড়ে গেলে এর কারণে হতে পারে। কাঠের গুড়া বা ধানের খোসা দেয়া লাগবে। ২ দিন পর পর পাল্টে দেয়া লাগবে,নয়তো ভেতরের আবহাওয়া গ্যাস হয়ে যায়। কোয়েল পাখির ঔষধ তালিকা অনুযায়ীজায়গায় ওষুধ খাওয়ানো লাগবে।

আর  শীতকালে পানি সহনীয় মাত্রায় গরম দিবেন। পানির পাত্রে বোতল দিয়েন পারলে মার্বেল দিয়ে দিয়েন। যাতে কোয়েল পাখি ভিজে না যায়। কোয়েল পাখিকে এমন স্থানে রাখবেন যেখানে হঠাৎ করে কোন ধরনের জুড়ে শব্দ না হয় এতে কোয়েল পাখি ভয় করে মারা যেতে পারে।

আমাদের পরামর্শ

প্রিয় পাঠক এতক্ষণ আমরা কোয়েল পাখির ঔষধ তালিকা ও  সকল রোগের সমাধান এবং খাদ্য তালিকা নিয়ে আলোচনা করেছি। আপনি যদি কোথাও বুঝতে না পারেন তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।

এবং কোয়েল পাখির যদি কোন মারাত্মক ধরনের রোগ হয় তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url