দেশি মুরগির ভ্যাকসিন তালিকা ও দেশি মুরগির ঔষধের তালিকা-নিয়ম জানুন

প্রিয় পাঠ নিচে দেশি মুরগির ভ্যাকসিন তালিকা ও দেশি মুরগির ঔষধের তালিকা-নিয়ম জানানো হয়েছে। আপনি যদি দেশি মুরগির ঔষধের তালিকা জেনে তারপর ভালোভাবে ঔষধ খাওয়ান তবে  লাভবান হতে পারবেন।
দেশি-মুরগির-ভ্যাকসিন-তালিকা-ও-দেশি-মুরগির-ঔষধের-তালিকা-নিয়ম-জানুন (1)
সূচিপত্র:দেশি মুরগির ভ্যাকসিন তালিকা- রোগ ও চিকিৎসা   

দেশি মুরগির ভ্যাকসিন তালিকা ও দেশি মুরগির ঔষধের তালিকা-নিয়ম জানুন

এখন প্রায় অনেকেই দেশি মুরগি পালন এর দিকে ঝুঁকে পড়ছে। বিশেষ করে যুব সমাজ দেশি মুরগি পালনের দিকে অনেক বেশি ঝুঁকে পড়ছে। অনেকেই এই দেশি মুরগি থেকে অনেক লাভ করে কারণ তারা দেশি মুরগির ভ্যাকসিন তালিকা অনুযায়ী ভ্যাকসিন করে। এবং সেখান থেকে রোগ বালাই কম হয়। আর যারা ভ্যাকসিন ঠিকমতো করতে পারেনা। দেখা যায় যে অনেকেই দেশী মুরগী পালন করে লাভবান হতে পারছেন না। 

কেননা দেশি মুরগি পালনের ক্ষেত্রে অনেক রোগ বালাই দেখা দেয় যে কারণে তারা লস এর শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাকে জানাবো কোন অসুখের জন্য কোন ওষুধ দিতে হবে এবং দেশি মুরগির ভ্যাকসিন তালিকা নিচে জানানো হলো:

বয়স

রোগের নাম

ভ্যাকসিন নাম

দেওয়ার নিয়ম

৩-৫ দিন

রানীক্ষেত

BCRDV

এই টিকা  প্রথম চোখেএ এক ফোঁটা করে

১০-১১ দিন

গামবোরো

Gumboro D78 lyophilisate 

  দ্বিতীয় চোখে এক ফোটা  বা খাবার পানিতে মিশিয়ে দিতে পারে

১৮ দিন

  গামবোরো

Gumboro D78 lyophilisate 

প্রথম চোখে এক ফোটা বা খাবার পানিতে মিশে যেতে পারে

২৫ দিন

রানীক্ষেত

BCRDV

দ্বিতীয় চোখে এক ফোটা

৩৫ দিন

ফাউল পক্স 

ফাফাউল পক্স 

মুরগির পালকের ডানায় সুচ দিয়ে দিতে হয়

৫০ দিন

কৃমি

মেবেনডাজল ঔষধ

খাবার পানিতে মিশিয়ে দিতে হয়

৬০ দিন

রানীক্ষেত

BCRDV

এটি এক সিসি করে রানের মাংসে পুষ করতে হয়

৭০-৭৫ দিন

ফাউল কলেরা 

বাউ ফাউল কলেরা ভ্যাকসিন

০.৫ সিসি করে রানের মাংসে পুশ করতে হয়

৮০-৮৫ দিন

ফাউল পক্স 

ফাউল পক্স 

মুরগির ডানায় বিশেষ ধরনের সূচ দিয়ে পুশ করতে হয়

১১০-১৫০ দিন

ফাউল কলেরা 

বাউ ফাউল কলেরা ভ্যাকসিন

0.5cc করে রানের মাংসে পুস‌ করতে হবে পুশ করতে হবে


দেশি মুরগির ভ্যাকসিন তালিকা অনুযায়ী প্রথম দিন থেকেই ভ্যাকসিন করেন তবে আপনার মুরগির সব বালাই কম হবে। এবং আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন।

দেশি মুরগির সাপ্তাহিক ওষুধ তালিকা

আমরা যদি প্রত্যেক সপ্তাহে দেশি মুরগির সাপ্তাহিক ওষুধ তালিকা অনুযায়ী ওষুধ খাওয়াই দি এবং সকল ধরনের ওষুধ যদি আমরা খাওয়াই দি মুরগিকে তবে আমাদের মুরগি অসুস্থ হবে না। এর জন্য আমাদের প্রত্যেক সপ্তাহের নিয়ম অনুযায়ী দেশি মুরগির সাপ্তাহিক ওষুধ তালিকা অনুযায়ী ওষুধগুলো খাওয়ানো উচিত। সপ্তাহের ওষুধের নাম ও খাওয়ানোর নিয়ম জানানো হলো: 
  • AD3E প্রত্যেক সপ্তাহে দুইদিন সকালের পানিতে মিশে খাওয়াতে হবে ৪ লিটার পানিতে ২ মিলি  পরিমাণে খাওয়াতে হবে।
  • Liver tonic প্রত্যেক সপ্তাহে একদিন করে সকালের ৬ লিটার পানিতে মিশিয়ে দুই মিলি পরিমাণে খাওয়াতে হবে।
  • ক্যালসিয়াম প্রত্যেক সপ্তাহে একদিন বিকেলের ২ লিটার পানিতে দুই মিলে করে দিতে হবে।
  • E-sel এটি এক সপ্তাহ পর পর দুই দিন ৪ লিটার পানিতে দুই মিলি করে খাওয়াতে হবে। 
  • Zinc সপ্তাহের যেকোনো একদিন সকালের ২ লিটার পানিতে ২ মিলি করে খাওয়াতে হবে। 
এখানে আমি সংক্ষেপে বোঝানোর জন্য ২ লিটার চার লিটার ৬ লিটার পানি পর্যন্ত বুঝিয়েছি। আপনার মুরগির যতটুকু পানি খায় সেই হিসাবে আপনি ওষুধ মিশাবেন।

দেশি মুরগির ভ্যাকসিন তালিকা

দেশি মুরগি পালন করতে হলে সকল ধরনের দেশি মুরগির ভ্যাকসিন তালিকা জানা উচিত। এজন্য আপনাকে সকল ধরনের দেশি মুরগির ভ্যাকসিন তালিকা ও ভ্যাকসিনের নাম জানানো হচ্ছে। রোগ ও ভ্যাকসিন এর নাম জানানো হলো:
  • রানীক্ষেত  এর ভ্যাকসিন নাম: BCRDV।
  • গামবোরো এর ভ্যাকসিন নাম: Gumboro D78 lyophilisate।
  • ফাউল পক্স এর ভ্যাকসিন নাম  :ফাউল পক্স ।
  •  কৃমি এর  মেবেনডাজল ঔষধ।
  • ফাউল কলেরা  এর ভ্যাকসিন নাম :বাউ ফাউল কলেরা ভ্যাকসিন।

দেশি মুরগির ঝিমানো রোগের ঔষধ

আমরা মূলত দেশি মুরগির খামার করে লাভবান হওয়ার জন্য। কেননা দেশি মুরগির খামার যদি আমরা ভালোমতো চালাইতে পারি এবং কোন রোগ না হয় তবে আমরা এখান থেকে অনেক ভালো লাভ করতে পারব। তবে দেশি মুরগির অনেক সমস্যার মধ্যে দেশি মুরগির ঝিমানোর রোগের।
দেশি-মুরগির-ঝিমানো-রোগের-ঔষধ
এটি হলে দেশি মুরগি আস্তে আস্তে মারা যেতে এবং অসুস্থ হতে থাকে। মূলত দেশী মুরগি ঝিমাই অনেক কারণে এর মধ্যে অন্যতম কারণ হলো শরীর দুর্বল থাকা। আবার যদি দেশি মুরগির ডিম পাড়া শুরু করে তখন যদি ঝিমায় তবে হতে পারে সেটি ডিম আটকে যাওয়ার কারণে। দেশি মুরগি ঝিমালে যে ওষুধ দিতে হয় তা হল:

  • অক্সিডেন্ট বলাস: দুই থেকে তিন দিন খাবার পানির সাথে মিশিয়ে খাওয়ালে দ্রুত ঠিক হয়ে যায়।
  • রীনা মেশিন: দুই থেকে তিন দিন খাবার পানির সাথে পরিমাণ মতো মিশিয়ে খাওয়ালে ঠিক হয়ে যায় 

দেশি মুরগির রোগ নির্ণয়

আমরা যদি মুরগি না করতে পারি তবে মুরগির সঠিক আমরা কখনোই দিতে পারবো না। কেননা রোগ নির্ণয় করার মাধ্যমে আমরা ওষুধ দেখব তারপরে এই মুরগি ঠিক হবে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে সব সময় কোন সমস্যা হলে ডাক্তারের পরামর্শ এবং ডাক্তার দেখে রোগ নির্ণয় করা উচিত। 

কিন্তু যদি কোন সময়ের রোগ নির্ণয় করতে নিজেকেই হয় তবে যে লক্ষণগুলো দেখে বুঝবেন কি রোগ হয়েছে তা নিচে বর্ণনা করা হচ্ছে:
  • গামবোরো: গামবোরা এর প্রাথমিক লক্ষণ হল জলযুক্ত ডায়রিয়া হতে পারে এবং সে অনেক জড়োসড়ো হয়ে থাকতে পারে। 
  • রানীক্ষেত: এই রোগের লক্ষণ অনেকগুলো হতে পারে যে প্রথমত লক্ষণ হল আপনার মুরগি খাওয়া কমিয়ে দেবে। তারপরে আপনার মুরগি যদি ডিম পাড়ে তবে সেই ডিমের খোসা নরম হয়ে যাবে। এবং হাঁচি-কাশি বমি কিংবা কাঁপতে থাকা এমন ধরনের সমস্যা হতে পারে। 
  • ফাউল পক্স: ফাউল বসন্তের মত বা শুনতে ধরা যায় এটিকে মুরগির যেমন চোখের কোনায় বসন্ত হয় ঠিক এমন ভাবেই এটি হয় চোখের কোনায় ফুলে যাওয়া এবং চোখ দিয়ে না দেখতে পাওয়া। 
  • ফাউল কলেরা: এই রোগের প্রধান লক্ষণ হলো পাতলা পায়খানা করা। এবং পেট ব্যথা এবং শরীর অনেক দুর্বল হয়ে যাবে আপনার মুরগির।
এই লক্ষণগুলো দেখলেই দেশি মুরগির ভ্যাকসিন তালিকা অনুযায়ী যে রোগ হয়েছে সেই রোগের ভ্যাকসিন দিতে হবে। এবং এটি খুব দ্রুত দিতে হবে। আপনি যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ভ্যাকসিন দিন তবে আরো ভালো হয়। কেননা ডাক্তার দেখে তারপরে ভ্যাকসিন লিখে দিবে।

দেশি মুরগির ভিটামিন ঔষধ

প্রত্যেকটি ডিম পাড়া মুরগি এবং ডিম পাড়ার আগে ভিটামিন এর ওষুধ খাওয়ানো খুবই জরুরী এটির মাধ্যমে মুরগি অনেক ভালো ডিম এবং সুস্থ থাকে। তাই আমাদের নিয়ম অনুযায়ী ভিটামিন এর ওষুধ খাওয়ানো উচিত। নিচের দেশি মুরগির ভিটামিন এর ওষুধের নাম বলা হলো: 
  • E-sell 
  • Renasol E
  • Sell E

এই সকল ভিটামিন খাওয়ানোর মাধ্যমে মুরগির ভিটামিনের ঘাটতি পূরণ হয়। এবং আপনার মুরগি যদি অনেক দুর্বল হয়ে থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন খাওয়ানো উত্তম।

দেশি মুরগির রোগ ও চিকিৎসা

দেশি মুরগির রোগ ও চিকিৎসা দেওয়ার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি। আমরা যদি সঠিক রোগে সঠিক চিকিৎসা না দেই ও সঠিক দেশি মুরগির ভ্যাকসিন তালিকা অনুযায়ী ভ্যাকসিন না দেই।
দেশি-মুরগির-রোগ --চিকিৎসা
তবে আমাদের দেশি মুরগি মারা যাবে। এর জন্য আমাদের সঠিক চিকিৎসা ভালোভাবে দিতে হবে। তাহলে :
  • রানীক্ষেত: একটি মুরগির রানীক্ষেত হলে খামারের প্রায় সকল মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে যাবে এর জন্য যদি কোন মুরগির রানীক্ষেতের লক্ষণ বোঝা যায় তবে তাকে আলাদা করতে হবে। রানীক্ষেত এর ভ্যাকসিন দিতে হবে।
  • গামবোরো : গামবোরো হল একটি ভাইরাস এটি হলে ৩০% মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এটি মূলত বেশিরভাগ বাচ্চা মুরগির ক্ষেত্রে হয়। তাই এই রোগ হওয়ার পূর্বে গামবোরো এর ভ্যাকসিন দিতে হবে। 
  • রক্ত আমাশয়: আপনি যদি দেশি মুরগি মাংসের জন্যই করেন তবে আমাশার রোগ হলে আপনি অনেক লসের মধ্যে যাবেন। কেননা এটি মাংস বৃদ্ধিতে ব্যাপক ক্ষতি করে। এর জন্য রক্ত আমাশয় হলেই টল্টাজুরিল নিয়ম অনুযায়ী খাইয়ে দিতে হবে। 
  • ফাউল কলেরা : অতিরিক্ত গরমের কারণে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আপনার যেখানে মুরগি রাখবেন সেখানকার আদ্রতা সঠিক রাখুন।

দেশি মুরগির ভ্যাকসিন দাম

আমরা যখন দোকান থেকে ভ্যাকসিন কিনতে যাই তখন আমরা যদি ভ্যাকসিনের দাম না জানি তবে দোকানদার আমাদের থেকে বেশি টাকা নিয়ে নিতে পারে। কখনো কখনো এমনটাও হয়েছে দোকানদার আমাদের বেশি টাকা নিয়ে নাই। এর জন্য আমাদের দাম জানা খুবই জরুরী নিচে ভ্যাকসিন ও দাম দেওয়া হল :
  • রানীক্ষেত  এর ভ্যাকসিনের দাম ৩০০ টাকা ।
  • গামবোরো এর ভ্যাকসিনের দাম 200 টাকা। 
  • ফাউল কলেরা এর ভ্যাকসিনের দাম ৫০ টাকা ।

দেশি মুরগির খাবার তালিকা

দেশি মুরগির জন্য আপনি বাসাতে বানিয়ে খাবার খাওয়াতে পারবেন। আবার আপনি যদি ইচ্ছে করেন তবে আপনি কি নিয়েও খাওয়াতে পারবেন। কিনে খাওয়ানোর জন্য আপনাকে ফিড কিনতে হবে এবং ফিড বাছাই করতে হবে। যে কোন কোম্পানির ফিড আপনি খাওয়াবেন এবং কোন কোম্পানির ফিড সাশ্রয় হবে। তবে আপনি যদি বাসাতে খাওয়াতে চান তবে এই উপকরণগুলো ব্যবহার করতে পারেন। 
  • ভুট্টা 
  • গম 
  • সরিষার খোল 
এগুলো একসাথে মিশিয়ে পরিমাণ মতো করে খাওয়াতে পারেন। 
চাল ,ধান, ভাত,  শাকসবজি খাওয়াতে পারেন। 

আমাদের পরামর্শ 

প্রিয় পাঠক এতক্ষণ আমরা দেশি মুরগির রোগ বালাই ও রোগের চিকিৎসা বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম। উপরের কোন অংশ যদি আপনি বুঝতে না পারেন তবে কমেন্ট করে জানাবেন আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। 

আপনার দেশি মুরগির যদি বেশি সমস্যা দেখা দেয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও রোগ নির্ণয় করবেন। সুস্থ থাকুন ভালো থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url