মসজিদে দান করার ফজিলত - বিস্তারিত জানুন
প্রিয় পাঠক মসজিদে দান করার ফজিলত - বিস্তারিত জানুন। মসজিদে দান করার ফজিলত অনেক বেশি তাই আরো বিস্তারিত চেনে বেশি বেশি দান করুন।
সূচিপত্র: মসজিদে দান করার ফজিলত জানুন
মসজিদে দান করার ফজিলত - বিস্তারিত জানুন
যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে মানুষের মৃত্যুর পরেও সাতটি জিনিসের সাওয়াব চলমান থাকে এবং পেতে থাকে তার মধ্যে একটি হলো যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করেছে সে সে মৃত্যুর পরেও এই সাওয়াব পেতে থাকবে। তাই মসজিদে দান করার ফজিলত জেনে দান করুন।
আরো পড়ুন: শান্তিতে ঘুমানোর দোয়া ও ঘুমানোর আগে যে কাজ করবেন না
সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এরশাদ করেছেন। প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করে তাদের একজন বলে হে আল্লাহ যে ব্যক্তি তোমার পথে দান করে তাকে উত্তম বদলা দাও আর দ্বিতীয় জন বলে যে তোমার পথে দান করা থেকে বিরত থাকে তাকে ক্ষতিগ্রস্ত করো: বুখারী মুসলিম।
দান করার ফজিলত হাদীস
রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, আল্লাহ তা'আলা তাঁর বান্দাদের সদকা কে এমন ভাবে লালন পালন করেন। যেভাবে তোমরা তোমাদের ছাগল গুলোকে লালন পালন করে থাকো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, দানশীল আল্লাহর খুব কাছের এবং জাহান্নাম থেকে অনেক দূরে।
গোপনে দান করার ফজিলত
দান গোপনে অথবা প্রকাশ্যে দুই ভাবেই করা যায় দুটোই দান অথবা সাদকা আল্লাহ তায়ালা কবুল করেন। কিন্তু আল্লাহ তাআলা গোপনে দানের জন্য অন্য পুরস্কার রেখেছেন এবং এই প্রকাশ্যে দানের বদলে আপনার নেকির বদলে গুনাহ হতে পারে। কারণ আপনার দান যদি হয় লোক দেখানো তাহলে আপনার গুনাহ হয়ে গেল অন্যথায় আপনি যদি গোপনে দান করেন। মসজিদে দান করার ফজিলত অনেক বেশি।
তাহলে সেই সেই গুনাহ হওয়ার আশঙ্কা নেই আল্লাহ তায়ালা গোপনে প্রকাশ্যে দানের ব্যাপারে বলেন সূরা বাকারা ২৭৪ নং আয়াত اَلَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَهُمۡ بِالَّیۡلِ وَ النَّهَارِ سِرًّا وَّ عَلَانِیَۃً فَلَهُمۡ اَجۡرُهُمۡ عِنۡدَ رَبِّهِمۡ ۚ وَ لَا خَوۡفٌ عَلَیۡهِمۡ وَ لَا هُمۡ یَحۡزَنُوۡنَ
যারা নিজেদের সম্পদ প্রকাশ্যে বা গোপনে দিনে অথবা রাতে আল্লাহর পথে খরচ করে তাদের পুরস্কার আল্লাহ তায়ালার কাছে আছে আর তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না
মানুষের জন্য আল্লাহর সবচেয়ে সুন্দর দান কোনটি
মানুষের জন্য আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর দান হল গোপনে দান করা, তবে যে ব্যক্তি গোপনে দান করে সে দানকে আল্লাহ তা'আলা উত্তম বলেছেন
সুরা বাকারার ২৭১আয়াত
اِنۡ تُبۡدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِیَ ۚ وَ اِنۡ تُخۡفُوۡهَا وَ تُؤۡتُوۡهَا الۡفُقَرَآءَ فَهُوَ خَیۡرٌ لَّكُمۡ ؕ وَ یُكَفِّرُ عَنۡكُمۡ مِّنۡ سَیِّاٰتِكُمۡ ؕ وَ اللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ
অর্থ: তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে ভালো আর যদি তোমরা গোপনে অভাবগ্রস্তদের দান করো তাহলে আরো ভালো। কোরআন ও হাদিসে যেমন দান করার ব্যাপারে উৎসাহিত করেছে তেমনি গোপনে দান করার অনেক ফজিলত রয়েছে। কিয়ামতের দিন যখন মাথার উপরে সূর্য থাকবে এবং সকলের পাপের পরিমাণ ঘামে ডুবে থাকবে আর আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না। তখন আল্লাহ তা'আলা ওই ব্যক্তিদেরকে আরশের ছায়া দিবেন যারা ডান হাতে দান করেছেন বাম হাত জানতে পারেনি। তাই মসজিদে দান করার ফজিলত জেনে এমন ভাবে দান করুন যা কেউ বুঝতেও পারবে না।
হাদিস বুখারী
সতর্ক: হে মুমিনগণ তোমাদের দান কে প্রচার করো না কষ্ট দিয়ে খোচা দিয়ে তোমাদের দানকে ওই ব্যক্তির মত ব্যর্থ করো না। যে তার ধন সম্পদ লোক দেখানোর জন্যই ব্যয় করে। সূরা বাকারা ২৬৪ নং আয়াত
يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لَا تُبۡطِلُوۡا صَدَقٰتِكُمۡ بِالۡمَنِّ وَالۡاَذٰىۙ كَالَّذِىۡ يُنۡفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤۡمِنُ بِاللّٰهِ وَالۡيَوۡمِ الۡاٰخِرِؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفۡوَانٍ عَلَيۡهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلۡدًا ؕ لَا يَقۡدِرُوۡنَ عَلٰى شَىۡءٍ مِّمَّا كَسَبُوۡا ؕ وَاللّٰهُ لَا يَهۡدِى الۡقَوۡمَ الۡـكٰفِرِيۡ
দান ও সদকার পার্থক্য
দান ও সাদকা একই জিনিস আরবি ভাষায় দানকে সাদকা বলা হয় আর বাংলায় সাদকা কে দান বলা হয় আরবিতে সদকার মূল অক্ষর হল:ق-د-ص
আর রাগিব আল-আসফাহানির মতে সদকা হল যাকাতের মতো, আল্লাহর নিকটবর্তী হওয়ার আশায় ব্যক্তির যা কিছু আছে তা থেকে দেয়াকে সদকা বলে।
@সূরা বাকারায়২৪৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন: مَنۡ ذَا الَّذِیۡ یُقۡرِضُ اللّٰهَ قَرۡضًا حَسَنًا فَیُضٰعِفَهٗ لَهٗۤ اَضۡعَافًا كَثِیۡرَۃً ؕ وَ اللّٰهُ یَقۡبِضُ وَ یَبۡصُۜطُ ۪ وَ اِلَیۡهِ تُرۡجَعُوۡنَ
কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন।
আল্লাহকে ঋণ দেওয়া অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করা যে এই পরীক্ষা করার জন্য দান করা ঠিক নয়। প্রিয় পাঠক আপনি যদি মনে করেন যে আমি গাছ লাগিয়েছ ফল ধরে না কেন? প্রিয় ভাই আপনার জন্য পরামর্শ হলো ফলের গাছ ধরবে আশা করা যায়।
কিন্তু গাছ লাগানোর সাথে সাথেই কি ফল ধরে তেমনি হল দান করা আল্লাহ আপনার কোন দান পছন্দ করবে কোন দান পছন্দ করবে না তা আল্লাহ ভালো জানেন। তিনি চাইলে এই দানের বদলেতে দুনিয়াতেই আপনাকে প্রতিষ্ঠিত করতে পারেন।
আবার আখেরাতেও তিনি সেই দানের বদলেতে জান্নাতে যেতে পারেন এবং জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারেন।
আমাদের পরামর্শ
প্রিয় পাঠক করে মসজিদে দান করার ফজিলত সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। আপনারাও গোপনে বেশি বেশি করে দান করুন এবং মসজিদে দান করার ফজিলত জেনে বুঝে এবং বেশি বেশি দান করুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url