গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন-গর্ভাবস্থায় পেটে ব্যথা হলে করণীয় জানুন
প্রিয় পাঠক আজকে আমরা আপনাকে জানাবো গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন ও গর্ভাবস্থায় পেট ব্যথা হলে কি কি করনীয় রয়েছে সেই বিষয়ে। ও গর্ভাবস্থায় আরো কি কি সমস্যা হয় ও সমাধান জানতে পারবেন।
সূচিপত্র: গর্ভাবস্থায় পেট ব্যথা হলে করণীয় ও কারণ
গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন-গর্ভাবস্থায় পেটে ব্যথা হলে করণীয় জানুন
একজন গর্ভবতী মহিলার সবথেকে বড় কষ্ট হলো পেট ব্যথা। পেট ব্যথা প্রথম মাস থেকেই শুরু হয়ে যায়। পেট ব্যথা যদি ঠিক করা যেত তাহলে অনেক মহিলারাই অনেক শান্তিতে থাকতাম। তাই আজকে গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন এই সম্পর্কে আলোচনা করব এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই গর্ভাবস্থায় তলপেট ব্যথা হয় কেন এই বিষয়ে জানানো হলো:
- আপনার বাচ্চার শরীর যখন আপনার পেটের মধ্যে আস্তে আস্তে বড় হবে তখন থেকে আপনার পেট ব্যথা শুরু হবে। এবং এই কারণে আপনার পেট ব্যথা করবে।
- আপনার যখন ঠিক মত কোন কিছু হজম হবে না যে কারণে গ্যাস হয়ে যাবে পেটের মধ্যে। আবার আপনার বাথরুম ক্লিয়ার না হওয়ার কারণে আপনার তলপেটে ব্যথা হতে পারে।
- আপনার যে জরায়ু রয়েছে সেটি বৃদ্ধির সাথে লিগামেন্ট গুলি প্রসারিত হয় যে কারণে তলপেটে ব্যথা হয়।
- আপনার জরায়ুতে আপনি প্রেগন্যান্ট থাকার কারণে আপনার জরায়ুর অভ্যন্তরীণ পর্দায় চাপ সৃষ্টি হয়েছে যে কারণে আপনার তলপেটে ব্যথা হতে পারে।
- এবং আপনার ব্যাথায় যদি প্রথম সপ্তাহের দিকে হয় বা প্রথমের দিকে হয় পিরিয়ডের মতো হালকা ব্যথা তবে সেটি এমনিতেই হয় সকলেরই হয় তবে এটির কোন ভয়ের কারণ নয়।
- পেটে জোরে কোন কিছুর সাথে ধাক্কা খাওয়ার কারণেও রক্তপাত হওয়ার কারণে পেট ব্যথা হয়। এমনটি হলে অবশ্যই ডাক্তারের কাছে চলে যাবেন। এটির হলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে।
ওপরে গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন সেই বিষয়ে কয়েকটি পয়েন্ট জানানো হয়েছে। এই পয়েন্টে কোন কিছুর সাথে যদি আপনার পেট ব্যথা মিলে যায় তবে তার চিকিৎসা অবশ্যই নেবেন। যদি পেটের সাথে কোন কিছুর ধাক্কা খাওয়ার কারণে ফের ব্যথা হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ও ডাক্তার দেখানো উচিত।
গর্ভাবস্থায় পেটে ব্যথা হলে করণীয়
পেট ব্যথা হলে আমরা অনেক কিছু করার মাধ্যমে পেট ব্যথা ভালো করার চেষ্টা করি। কখনো কখনো আমরা ডাক্তারের কাছেও ছুটে চলে যাই এই পেট ব্যথা নিয়ে। গর্ভাবস্থায় তলপেট ব্যথা হয় কেন এই বিষয়ে জানার পরে আমাদের জানার বিষয় এখন যে পেট ব্যথা হলে কি করলে আমাদের পেট ব্যথা ঠিক হয়ে যাবে। তাই নিজের পেট ব্যথা হলে করণীয় জানানো হলো:
- পেট ব্যথা হলে সর্বপ্রথম আপনি বিশ্রাম নিতে পারেন বা শুয়ে পড়তে পারবেন। কেন যে ব্যথাগুলো আপনার বাচ্চা পেটের মধ্যে নড়াচড়ার মাধ্যমে হয় সেই ব্যথাগুলো আপনি বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।
- আপনার যদি স্বাভাবিক পেট ব্যথা হয় তবে আপনি গরম পানিতে গোসল করতে পারেন গরম পানিতে গোসল করার মাধ্যমে আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে।
- ঝুঁকে ও বেশি পরিশ্রম এর কাজ থেকে বিরত থাকুন।
- আর বেশি পেট ব্যথা হলে প্লাস্টিকের বেগের মধ্যে হালকা গরম পানি নিয়ে সেটি দিয়ে আপনি পেটে ছেঁক দিতে পারেন।
- পেট ব্যথা হলে বেশি বেশি করে পানি পান করুন বেশি বেশি পানি পান করার মাধ্যমে পেট ব্যথার মতো সমস্যা দূর হয় এবং শরীরে পানির অভাব পূরণ হয়।
- নিয়মিত পেট ফাঁকা করুন আপনার মলমূত্র ত্যাগ করে। কেননা গ্যাসের কারণে ও পেট ব্যথা হয়।
- ফাইবার আছে এমন ধরনের খাবার গ্রহণ করুন।
- এতক্ষণ আমি এরা গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন এই বিষয়ে জানলাম এবং পেট ব্যথা হলে করণীয় কি কি কাজ রয়েছে সেগুলোর সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো গর্ভাবস্থায় আরো কিছু নানান মানুষের প্রশ্ন নিয়ে এবং জরুরি বিষয় নিয়ে।
গর্ভাবস্থায় তৃতীয় মাসে তলপেটে ব্যথা হয় কেন
গর্ভাবস্থায় তৃতীয় মাসে তলপেটে ব্যথা হয় কেন? এই বিষয়টি আমাদের অনেকেরই জানার বিষয়। এই সমস্যাটি শুধু আপনারই হয়ে না সকলেরই এমন ধরনের সমস্যা হয়। যে গর্ভাবস্থায় তৃতীয় মাসে তলপেটে ব্যথা হয় কেন?
তৃতীয় মাস থেকে এই কারণেই ব্যথা হয় যে তৃতীয় মাস থেকে আপনার সন্তান পর্যাপ্ত পরিমাণে বড় হতে থাকে। এবং আপনার পেটের মধ্যে জায়গা দখল করতে থাকে। যে কারণে নিয়ে আপনার পেট তলপেটে ব্যথা হয়।
এবং তিন মাস থেকে যখন আপনার আপনার বাচ্চা নড়াচড়া করে যে কারণে আপনার পেটের মধ্যে তীব্র ব্যথা সৃষ্টি হয়। আপনার পেট যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন এই ব্যথা আরো বেশি হতে থাকবে। যে কারণে এই বিষয়ে কোনো ভয়ের নয়। এটি হওয়া স্বাভাবিক।
গর্ভাবস্থায় পেট শক্ত হয় কেন
আপনার সন্তান যখন পেটের মধ্যে বড় হতে থাকে তখন আপনার পেট বড় হতে থাকে এবং জায়গা দখল করতে থাকে আপনার সন্তান। যে কারণে পেট শক্ত হতে থাকে ও বড় হওয়ার কারণে পেটের রাইস পড়তে পারে। এমনটি প্রত্যেক গর্ভধারিনী নারীদেরই হয়।
এ সমস্যা হলে ভয় পাওয়ার কোন কারণ নেই এটি আপনার বাচ্চা প্রসবের পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনার পেটে জলদি টান পড়ে এবার পেট শক্ত হয়ে যায় তবে আপনি বসে বসে করে পানি পান করবেন দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন এবং আঁশ জাতীয় খাবার গ্রহণ করবেন।
এতে করে আপনার পেটের টান পড়া কমবে এবং আপনি পেট ব্যথা থেকেও মুক্তি পাবেন। আর আপনি যদি জানতে চান গর্ভবস্থায় তলপেট ব্যথা হয় কেন তবে উপর থেকে জেনে আসতে পারেন।
গর্ভাবস্থায় তলপেট ভারী লাগে কেন
গর্ভবস্থায় পেট ভারী হওয়া স্বাভাবিক বিষয় কেননা একজন গর্ভধারিনী যখন তার বাচ্চাকে পেটের মধ্যে আসতে আসতে বড় করে তখন তার বাচ্চার হার ও শরীর বড় হতে থাকে যে কারণে পেট বড় হতে থাকে। যে কারণে পেট ভারী হয়ে যায়। এবং গর্ভাবস্থায় একজন নারী আস্তে আস্তে মোটা হতে থাকে।
যে কারণে তার ওজন বেড়ে যাওয়ার কারণে সে অনুভব করে তার পেট ভারী হয়ে যাচ্ছে। এ কারণগুলো খুবই স্বাভাবিক এ কারণে ঘটলে কোন সমস্যা হবে না। তবে মাঝে মাঝে আল্ট্রাসনোগ্রাম করে দেখা উচিত বাচ্চার কি অবস্থা। বাচ্চা সুস্থ আছে কিনা।
বাচ্চা ডেলিভারি হওয়ার লক্ষণ কি কি?
বাচ্চা ডেলিভারির অনেক ধরনের লক্ষণ রয়েছে। যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কখন কবে কোন সময় তে বাচ্চা ডেলিভারি হবে। বাচ্চা ডেলিভারি হওয়ার কমন কয়েকটি লক্ষণ তুলে ধরা হলো:
- তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হয় এবং এই ব্যথা খোঁচা দেওয়ার মতন ব্যথা হতে পারে।
- ডেলিভারি হওয়ার পূর্বে আপনার পানি ভাঙতে পারে বা জরায়ু থেকে তরল সাদা পানির মতো বাহির হতে পারে।
- আপনার স্তন নরম হয়ে আসবে বমি বমি ভাব হবে।
- আপনার মেজাজ পরিবর্তন হয়ে আসবে।
- বাচ্চা ডেলিভারির পূর্বে আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে।
- পেট ব্যথার কারণে এবং বাচ্চা ডেলিভারি হওয়ার অন্যতম কারণের মধ্যে একটি হল অনেক ক্লান্তি বোধ করা।
ওপরের এই লক্ষণগুলো দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডেলিভারির সময় হয়ে এসেছে। আর এমনিতেই যদি পেট ব্যথা হয় তবে উপর থেকে জেনে আসতে পারেন গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন।
কিভাবে বুঝবো নরমাল ডেলিভারি হবে?
আমাদের অনেকেরই নরমাল ডেলিভারি হয় আবার অনেকের সিজার করার মাধ্যমে বাচ্চার ডেলিভারি করতে হয়। আমরা আজকে জানবো নরমাল ডেলিভারি কিভাবে হয় এর লক্ষণ:
- আপনার যদি নরমাল ডেলিভারি হয় তবে আপনি না আর পানি ভাঙতে শুরু শুরু করবে।
- আপনার নরমালে ডেলিভারি হবে এমন লক্ষণ হল গর্ভাশয় খুলে যাওয়া।
- আপনার যখন গর্ভ ফুল বের হয়ে আসবে তখন আপনি বুঝবেন যে আপনার নরমালে ডেলিভারি হবে।
- এবং নরমালে ডেলিভারি হতে লাগলে তার পূর্বে পেটে অনেক ব্যথা ও খিচুনি যুক্ত পেট ব্যথা হয় যেটি অনেক তীব্র।
গর্ভাবস্থায় পেট বড় হয় কখন
গর্ভধারণের প্রথম প্রথম গর্ভধারণ করলে অনেকেই চিন্তিত থাকেন যে তার পেট বড় হচ্ছে না কেন প্রথমের দিকে। কেননা গর্ভাবস্থায় পেট বড় হয় ১২ সপ্তাহের পরবর্তী থেকে বা 12 সপ্তাহের কাছাকাছি। প্রথমের দিকে পেট বড় হতে চাই না।
আস্তে আস্তে এই প্রেম বড় হয় এবং বাইরে থেকে ও উপরের দিকে উঠে আসে। এবং পেট নরম হয়ে আসে যেন বাচ্চা শরীরের সাথে ঠিকমতো বেড়ে ও উঠতে পারে পেট। যে কারণে পেট নরম হয়ে গেলে কোন চিন্তার কারণ নেই।
গর্ভাবস্থায় পেট চুলকায় কেন?
গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন এই পোস্টে আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি গর্ভাবস্থায় পেট চুলকায় কেন। গর্ভাবস্থায় পেট চুলকানোর অন্যতম কারণ হলো হরমোনের পরিবর্তন।
আপনার শরীরে যখন হরমোনের পরিবর্তন হবে তখন আপনার পেট চুলকাবে। গর্ভাবস্থায় আপনার পেট বড় হওয়ার সময় আপনার ত্বকের পরিবর্তন হয় যে কারণে চুলকানির মত সমস্যা দেখা দেয়।
গর্ভাবস্থায় পেট ব্যথার দোয়া
গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন আমরা তখন এই বিষয়েও জেনেছি। এখন গর্ভাবস্থায় পেট ব্যথার দোয়া দোয়া সম্পর্কে আমরা জানব। নিচে পেট ব্যথা কমানোর দোয়া ও অর্থ ও বাংলা উচ্চারণ দেওয়া হল:
দোয়া: أعوذُ باللهِ و قُدرتِه من شرِّ ما أَجِدُ و أُحاذِرُ
উচ্চারণ: আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।
অর্থ : আল্লাহর মর্যাদা ও তার কুদরতের উসিলায় আমি যা অনুভব এবং ভোগ করছি, তা থেকে শাফা চাচ্ছি।
আমাদের পরামর্শ
আপনার যদি অতিরিক্ত পেট ব্যথা হয় বা রক্তপাত হয় তবে অবসর চিকিৎসকের পরামর্শ নিবেন। এবং আপনার বাচ্চা ভালোভাবে চেকআপ করবেন। এতক্ষণ আমরা গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। উপরের বিষয় যদি কিছু না বুঝতে পারেন তবে আমাদের জানাবেন আমরা জানানোর চেষ্টা করব। সুস্থ থাকুন ভালো থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url