njonefire360PostAd

গর্ভাবস্থায় কখন ও কিভাবে সহবাস করতে হয় বিস্তারিত জানুন

প্রিয় পাঠক গর্ভাবস্থায় কখন ও কিভাবে সহবাস করতে হয় বিস্তারিত জানুন।
গর্ভাবস্থায়-কখন-ও-কিভাবে-সহবাস-করতে-হয়-বিস্তারিত জানুন
সূচিপত্র:গর্ভাবস্থায় কখন ও যেভাবে সহবাস করতে হয়    

গর্ভাবস্থায় কখন ও কিভাবে সহবাস করতে হয় বিস্তারিত জানুন

আমাদের দৈনন্দিন জীবনে যারা নতুন বাবা- মা হতে চলেছেন তাদের মধ্যে কমবেশি সকলের মনেই একটা কমন প্রশ্ন উকি দেয়। আর সেটি হচ্ছে গর্ভাবস্থায় কখন ও কীভাবে সহবাস করতে হয়! এক্ষেত্রে অনেকেই সংকোচ বোধ করেন চিকিৎসকের কাছে পরামর্শ নিতে অথবা কারো কাছে জিজ্ঞেস করতে। এই আর্টিকেলে আমি বিশ্লেষণ করবো এই বিষয়ে।

স্বাভাবিক ভাবে যেসকল স্বামী - স্ত্রী প্রথমবার বাবা -‌ মা হতে যাচ্ছেন তারা সকলেই কমবেশি চিন্তিত থাকেন সহবাস করার সময়। কিন্তু এখানে চিন্তার তেমন কোন কারন নেই। মূলত গর্ভাবস্থায় সহবাস কারাটা শরীরের জন্য উপকারী। 
গবেষণায় দেখা গেছে গর্ভকালীন সময় সহবাস করলে শরীরের হরমোন গুলো সঠিক মাত্রায় থাকে। এছাড়াও বাচ্চার জন্য এটি খুব উপকারী। গর্ভধারণের প্রথম মাসে যেকোনো ভাবেই সহবাস করা সম্ভব। আর বাচ্চা যখন পেটের মধ্যে নড়াচড়া শুরু করে এরকম সময়ে নির্দিষ্ট নিয়ম মেনে স্বামী - স্ত্রী উভয়ের সহবাস কারাটা উত্তম। তা হলো :
  • গর্ভাবস্থায় আপনার স্ত্রীর কোন পজিশনে সহবাস করলে সুবিধা হয় তার সেই পজিশন অনুযায়ী সহবাস করা জরুরী। এতে ব্যথা ও কষ্ট কম হয়।
  • সহবাসের আগ্রহ আপনার স্ত্রীর আছে কি এটা জানাও জরুরী। এসময় তে জোর করে কোন কিছু করা উচিত নয়।
  • আপনার স্ত্রীর সাথে এমন ভাবে সহবাস করতে হবে। যেন পেটের ওপরে চাপ না পরে। যদি বেশি জোরেচাপ পড়ে তবে বাচ্চার ক্ষতি হবে।

গর্ভাবস্থায় কখন সহবাস করা যায়

গর্ভধারণের পর প্রথম ৩ মাস আর শেষের তিন মাসে সহবাস করা যায় না অথবা এ সময়ে সহবাস করলে বাচ্চার ক্ষতি হয় এমন ধারণা অনেকেই পোষন করেন। এবং সমাজের লোক মুখেও এমনটা শোনা যায়। তবে চিকিৎসা বিজ্ঞান এ ধারণাটি কে সম্পূর্ণ ভুল বলে আখ্যায়িত করেছে। 

গর্ভের সন্তান এবং মা যদি সম্পূর্ণ সুস্থ সবল হয় তবে এ সময়টিতে সহবাস করা পুরোপুরি নিরাপদ এবং ঝুঁকিমুক্ত। যদি বাচ্চার শারীরিক গঠন এবং মেধা বিকাশে ত্রুটি থাকে সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর সহবাস করাটাই শ্রেয়।

বাচ্চার গঠন বা মেধা বিকাশে ত্রুটি থাকলে সহবাস করায় আরো বেশি ক্ষতি সম্ভাবনা থাকে। স্বামী - স্ত্রী উভয় নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সহবাস করলে বাচ্চা নষ্ট হ‌ওয়া (miscarriage) নির্দিষ্ট সময়ের আগেই প্রসব(Early labour) অথবা কোন ক্ষতি সম্ভাবনা থাকে না।

গর্ভাবস্থায় সহবাস করলে ব্যথা হয় কেন

গর্ভাবস্থায় সহবাসের পর অনেকেই পেটে মৃদু ব্যাথা অনুভব করে থাকেন। একদিক থেকে এটাকে স্বাভাবিক বলেই ধরা হয় কারণ - বাচ্চা গর্ভে থাকাকালীন সময়ে জরায়ু বেশি স্পর্শকাতর হয়ে থাকে যার ফলে সামান্য আঘাতেই ব্যাথা অনুভব হয়। তবে কিছু ক্ষেত্রে সহবাসের পর ব্যাথা কে স্বাভাবিক বলে ধরা যায় না। 
  • যেমন - বাচ্চা জন্মের কিছুদিন পূর্বে। 
এ সময়টাতে গর্ভাশয় থেকে বাচ্চা নিচের দিকে হেলতে থাকে এবং জরায়ু মুখ বড়ো হতে থাকে। এমন সময় সহবাস কারাটা ঝুঁকিপূর্ণ। আর তাছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি মা এবং সন্তান উভয় সুস্থ থাকে তাহলে সহবাসে মৃদু ব্যাথা অনুভব হলেও তাতে কোন সমস্যা হবে না।

গর্ভাবস্থায় কনডম ব্যবহার না করলে কি হয়

কনডম মূলত একটি পাতলা আবরণ যা পুরুষের বীর্য কে জমা করে রাখে এবং স্ত্রীর যৌনীপথে ঢুকতে দেয় না। বহু আগেও কনডমের প্রচলন ছিল তবে তখন আবরণটি আরো মোটা ছিল। বর্তমান বিশ্বে এটি একটি কম দামী বা সহজলভ্য একটি জন্ম বিরতীকরন পদ্ধতি। এটি ব্যবহারের ফলে খুব সহজেই জন্ম বিরতি করা যায়। 
গর্ভাবস্থায়-কনডম-ব্যবহার-না-করলে -কি-হয-জানুন়
এছাড়াও মহিলা পুরুষ উভয়ের কোন যৌন রোগ হ‌ওয়ার সম্ভাবনা থাকে না।আমরা অনেকেই ভাবি যে গর্ভাবস্থায় কনডম ব্যবহার না করে সহবাস করলে আবারো গর্ভধারণ হয়। এটা একটা ভুল ধারণা। স্বাভাবিক ভাবে গর্ভধারণের পর গর্ভাশয় থেকে বাচ্চা বের না হ‌ওয়া পর্যন্ত কোন ডিম ফোটে না। 

এ কারণে গর্ভাবস্থায় স্বামীর বীর্য স্ত্রীর যৌনীপথে গেলেও তা থেকে বাচ্চা হ‌ওয়ার সম্ভাবনা নেই। তবে বিশেষজ্ঞদের মতে Condom (কনডম) ব্যবহার করলে ক্ল্যামিডিয়ার মতো STDs, গনোরিয়া, সিফিলিস, এইচআইভি/এইডস এবং অন্য কোন STDs এর ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে কমে যায়। 

তাই গর্ভাবস্থাতেও কনডম ব্যবহার করাটা অনেক নিরপদ ও ঝুঁকিমুক্ত। এছাড়াও গর্ভাবস্থার মাঝের দিকে স্ত্রীর যৌনী পথে সহজে সহবাস করতে কনডম অনেক সাহায্য করে।

গর্ভাবস্থায় প্রথম তিন মাস সহবাস যেভাবে সহবাস করতে হবে

নারী পুরুষে উভয়‌ই সহবাসের ক্ষেত্রে নানা চিন্তায় পড়েন। এর মধ্যে অন্যতম হচ্ছে গর্ভাবস্থায় সহবাস এবং গর্ভধারণের প্রথম তিন মাসে সহবাস করা যাবে কিনা অথবা এই সময়টাতে কীভাবে সহবাস করতে হবে, কীভাবে সহবাস করলে বাচ্চা ও মায়ের শারীরিক কোনো ক্ষতি হবে না!


গর্ভাবস্থায় সহবাস তেমন কোন ঝুঁকিপূর্ণ কাজ নয়। বলা যায় এটা বাচ্চা ও মায়ের জন্য উপকারী। গর্ভাবস্থায় প্রথম তিন মাস সহজেই সহবাস করা যায়। পূর্বে যদি কোন বাচ্চা নিয়ে থাকেন অথবা কোন সমস্যা থাকে যেমন -
  • বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। 
  •  অতিরিক্ত রক্তক্ষরণ। 
  •  মায়ের শারীরিক ক্ষতি। 
তবে আগে কোন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে নিয়ম অনুসরণ করে সহবাস করাটাই উত্তম। গর্ভাবস্থায় প্রথম তিন সহবাসে কোন সমস্যা বা ঝুঁকি কোনো টি‌ই নেই। মা এবং সন্তান উভয়ের জন্যই এটা প্রয়োজন কারন এতে, মায়ের শারীরিক হরমোন গুলো সঠিক মাত্রায় পরিচালনা হতে থাকে ।

আমাদের পরামর্শ

প্রিয় পাঠক আপনি যদি এখানে কোন কিছু না বুঝতে পারেন তবে অবশ্যই আমাদের কমেন্ট করা জানাবেন। আমরা সেটা বিস্তারিত জানানোর চেষ্টা করবো।

গর্ভাবস্থায় সহবাস করার মা ও সন্তানের জন্য অবশ্যই উপকারী। তবে আপনার যদি কোন সমস্যা বা আপনার স্ত্রী যতো কোন সমস্যা থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সহবাস করার উত্তম। তাই সুস্থ থাকুন ভালো থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url