বাংলাদেশ থেকে যে যে দেশে ভিসা ছাড়া যাওয়া যাবে বিস্তারিত জানুনবিস্তারিত জানুন



আজকে আমরা আপনাকে জানাবো কিভাবে ভিসা ছাড়া বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরা যায়।আপনারা হয়তোবা জানেন বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বিদেশে ঘুরা অতটাও সোজা না। অনেক জায়গায় আমাদের ভিসা নেওয়া লাগে আর ভিসা নেওয়ার ঝামেলা ঘুরার ঝামেলার থেকে বেশি।
বাংলাদেশ থেকে কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায়

অনেক দেশে বাংলাদেশিদের ভিসা লাগে না ঘুরতে। যেখানে গেলে হয়তোবা on-arrival একটা ভিসা দিয়ে দেবে ওরা বা আপনি অনলাইনে একটি ই ভিসায় নিয়ে রাখতে পারেন বা যদি আপনার আমেরিকান ভিসা থাকে। আজকে আমরা এই তিনটি তা নিয়ে কোন কোন দেশে যাওয়া যায় তা জানবো।

যে যে দেশের on-arrival ভিসা পেতে পারেন

on-arrival ভিসা পেতে আপনার কোন কিছুই লাগবেনা। ওখানে গিয়ে আপনাকে দেখাতে হবে যে সাধারণত একটা রিটার্ন টিকেট আছে বা ওখানে গিয়ে থাকার হোটেল বুকিং আছে। যাতে দেখে না মনে করে আপনারা দুই নাম্বারি করে ওইখানে থেকে যেতে আসছেন।
 
আপনারা ফেরত যাবার মতলব নাই ।এই দেশগুলির মধ্যে বেশির ভাগই হচ্ছে এশিয়ার আর ওশেনিয়ার কন্টিনেন্ট।

যে যে দেশের on-arrival ভিসাই যেতে পারবেন

  • নেপাল
  • ভুটান
  • মালদ্বীপ
  • শ্রীলংকা
  • ইন্দোনেশিয়া
  • টিমোর লেস্তে
  • ফিজি
  • মাইক্রোনেশিয়া
  • সামোয়া
  • টুভালু
  • ভানুয়াটু
  • ক্যারিবিয়ান

আফ্রিকান যে যে দেশেon-arrival যা দিয়ে যেতে পারবেন

  • রুয়ান্ডা
  • উগান্ডা
  • মোরেতানিয়া
  • গাম্বিয়া
  • কোমোরোস
  • ম্যাডাগ্যাস্কার
  • সেচেলেস
  • কেপ ভার্দেস
  • মোজাম্বিক
  • গিনি বিসাও
  • টোগো

ই ভিসায় কোন কোন দেশে যেতে পারবেন 

বিভিন্ন দেশের বিভিন্ন রকম রিকুয়ারমেন্ট আছে। কিছু কিছু জায়গায় হয়তোবা আপনার ইন্টারনেট ডাইরেক্ট ক্রেডিট কার্ডে একটি পেমেন্ট করা লাগবে। আপনার পাসপোর্ট এর ছবি আপলোড করা লাগতে পারে আর কিছু ফর্মেশন দেওয়া লাগে।

কবে আসবেন, কি করবেন, আইটেনারি কি, সাধারণত দেওয়া লাগে। এত কিছু দেওয়া লাগলেও এটা একটি এম্বাসি যাওয়ার ঝামেলা থেকে অনেক সহজ।

যেসব দেশে ই ভিসায় যেতে পারবে

  • লেসোথো
  • জিবুতি
  • আইভরি কোস্ট
  • ইথোপিয়া
  • গ্যাবন
  • জাম্বিয়া
  • জিম্বাবুইয়া
  • সাও তোমে
  • প্রিন্সিপে
  • বেনিন
  • কাতার
  • কির্গিসত্নান
  • উজবেকিস্তান
  • মায়ানমার
  • মালেশিয়া
  • টার্কি

আমেরিকান ভিসাতে যেসব দেশে যেতে পারবে


অনেকেই আছে বাংলাদেশী যারা আমেরিকাতে থাকেন। বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ,ভিসা নিয়ে ,আমেরিকায় বা কানাডায় থাকেন বা ইউরোপিয়ান একটি দেশে বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে থাকেন ।এটা অনেকেই জানে না 

যে এইসব ডেভেলপড কান্টের ভিসা নিয়ে , আপনি অনেক দেশেই এন্ড on-arrival ভিসা পেয়ে যেতে পারেন আর এটা ইউজ করেই আপনি অনেক বেশি ঘুরতে পারবেন ।

যেসব দেশে আমেরিকার ভিসা নিয়ে যেতে পারবেন


  • মেক্সিকো
  • কোস্টারিকা
  • পেনামা
  • বেলি
  • ডোমিনিকান রিপাবলিক
  • আরুবা
  • আলবেনিয়া
  • মন্টেনিগ্রো
  • সার্বিয়া
  • মেসিডোনিয়া
  • মালয়েশিয়া
  • বারমুডা
  • ব্রিটিশ ভার্জিং আইল্যান্ড
  • কাইকুশ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url