মহাবিশ্বের শেষ যেখানে
আমাদের মহাবিশ্ব কত বড় আপনি কি জানেন? এই মহাবিশ্বে আমরা মানুষেরা আসলে কি, পুরো মানবজাতির মহাবিশ্বের সামনে কতটুকু, কি বা গুরুত্ব রয়েছে? আজকে আমরা জানবো আসলে মহাবিশ্ব কত বড়।
যে মহাবিশ্বের সামনে আমরা মানব প্রজাতি একটি পিঁপড়ের চেয়েও কোটি গুন ছোট। আমরা জানবো যে এত বড় মহাবিশ্বে আমাদের জায়গা ঠিক কোথায় ? আর এই মহাবিশ্বের শেষ কোথায় ?
সূচিপত্র:
- পৃথিবী কত বড়
- সূর্যের মধ্যে কতটি বৃহস্পতি গ্রহ রাখা যেতে পারে
- সৌরজগতের আয়ত্তন
- মহাকাশের সবথেকে বড় নক্ষত্র যেটি
- মহাবিশ্বে আমাদের গ্যালাক্সির অবস্থান
- মহাবিশ্ব
পৃথিবী কত বড়
পৃথিবী কত বড় যদি অনুমান করা হয়, আমাদের এই পৃথিবীতে বসবাসকারী মানুষ প্রায় ৮ বিলিয়ন।পৃথিবীর ব্যাস বা পুরু ১৩০০০ কিলোমিটার। আমরা এই পৃথিবীতে ৮ বিলিয়ন মানুষ বসবাস করি। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ যার ব্যাস ৩৫০০ কিলোমিটার।
চাঁদ এত বড় যে চাঁদের ভেতরে কয়েক লক্ষ হিমালয়ের মতো পাহাড় জন্ম নিতে পারবে এবং আমাদের পৃথিবী এত বড় যে চাঁদের মত প্রায় ৫০ টি উপগ্রহ এর ভিতরে ধারণ করা যাবে। তাইলে একবার ভাবুন পৃথিবী কত বড় এবং আমরা মানুষেরা এর কাছে কত ছোট্ট ?
সূর্যের মধ্যে কতটি বৃহস্পতি গ্রহ রাখা যেতে পারে
সূর্য পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যের ব্যাস প্রায় ১৪ লক্ষ কিলোমিটার। সূর্য এত বড় যে এটি ১৩ লক্ষ্য পৃথিবীকে জায়গা দিতে পারে অর্থাৎ সূর্যের বিশালতা আমরা চোখ বন্ধ করেও কল্পনা করতে পারবোনা।
সূর্যের কাছে সবকিছুই ছোট আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি। এর ভিতরে ১৩০০ পৃথিবীকে জায়গা দেওয়া সম্ভব। এবং বৃহস্পতির মতো হাজার হাজার গ্রহ সূর্যের মধ্যে স্থাপন করা যেতে পারে।
সৌরজগতের আয়ত্তন
পুরো সৌরজগতের ব্যাস হচ্ছে ২৮৭ বিলিয়ন কিলোমিটার। এত বড় বিশাল জায়গার মধ্যে আমাদের ৮টি গ্রহ, ৫টি বামন গ্রহ,, লক্ষ লক্ষ অস্ট্রয়েড ,কয়েক কোটি Meteoroids অবস্থান করে রয়েছে। সূর্য থেকে নেপচুনের দূরত্ব প্রায় ৪৫০ কোটি কিলোমিটার।
এমন অবস্থায় সূর্য থেকে যদি নেপচুন পর্যন্ত যদি একটি রেখা তৈরি করি তাইলে এই রেখার মধ্যে সূর্যের মতো ৩ হাজার নক্ষত্র এই রেখাতে রাখা যাবে। আমরা যদি প্লুটো থেকে সূর্য দিকে তাকায় ঠিক একদম ছোট্ট মনে হবে সূর্যকে।
মহাকাশের সবথেকে বড় নক্ষত্র যেটি
সৌর জগতে সূর্যর থেকেও বড় নক্ষত্র রয়েছে। সূর্যর থেকে বড় নক্ষত্র হলো VEGA STAR। এর ব্যাস হল ৪৮ লক্ষ কিলোমিটার। এর মধ্যে প্রায় 20 সূর্য অবস্থান করতে পারবে। এর থেকেও একটি বড় নক্ষত্র রয়েছে আর্কিট্রাস, এর প্রস্থ তিন কোটি 60 লক্ষ কিলোমিটার।
এর মধ্যে সূর্যের মতো ১৭ হাজার নক্ষত্র অবস্থান করা সম্ভব। আর্কিট্রাসএর থেকেও বড় নক্ষত্র হলো Rigel। যার ব্যাস ১১ কোটি কিলোমিটার, এর মধ্যে ৫০ টি আর্কিট্রাস তারা, সূর্যের মতো ৪ লক্ষ ৮৫ হাজার নক্ষত্র অবস্থান করতে পারবে।
মহাবিশ্বে আমাদের গ্যালাক্সির অবস্থান
আমাদের গ্যালাক্সি বা আকাশ গঙ্গা যার নাম ছায়াপথ বা মিল্কি। এর ব্যাস হল ১ লক্ষ আলোকবর্ষ , আলোকে একবার এই অঞ্চল পার করতে ১ লক্ষ বছর সময় লাগবে। যেখানে আলোর গতি এক সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার। আমাদের এই আকাশ গঙ্গার প্রায় 40 হাজার কোটি নক্ষত্র , সেই পরিমাণ গ্রহ রয়েছে।
মহাবিশ্ব এখানেই শেষ নয়,এর থেকে বড় গ্যালাক্সি রয়েছে অ্যান্ড্রোমিডা। যা আমাদের গ্যালাক্সির থেকে দুইগুণ বড়, এইখানে প্রায় এক ট্রিলিয়ন নক্ষত্র রয়েছে। আমরা যদি পৃথিবী থেকে 23০ কোটি আলোকবর্ষ দূরে যায় , যেখানে আমরা দেখতে পাবো আরেকটি গ্যালাক্সি ইউ জি সি 2885।
যার ব্যাস ৪ লক্ষ ৬৩ হাজার আলোকবর্ষ , এটি আমাদের গ্যালাক্সির থেকে চার গুণ বড় ।এটাতে ৫০ ট্রিলিয়ন তারা রয়েছে বলে অনুমান করা যায়।
পৃথিবী থেকে 100 কোটি আলোকবর্ষ দূরে এর থেকেও বড় গ্যালাক্সি রয়েছে lc 11o1। যা ৪০ লক্ষ আলোকবর্ষ এলাকা জুড়ে। যার মধ্যে ১ হাজার ট্রিলিয়ন তারা মজুদ রয়েছে। এর থেকেও দূরে যদি আমরা যাই তাহলে আরো বড় গ্যালাক্সি দেখতে পাবো।পৃথিবী থেকে 300 কোটি আলোকবর্ষ দূরে অ্যালকিয়োনেস galaxy।
যার ব্যাস এক লক্ষ ৬০ কোটি আলোকবর্ষের সমান। এইখানে আমাদের মিল্কিও এর মত ৪০ লক্ষ গ্যালাক্সি রাখা সম্ভব।
মহাবিশ্ব
এটাই আমাদের গোটা ইউনিভার্স বা মহাবিশ্ব। যা এতক্ষণ আমরা পড়লাম এটি পার করতে আলোর সময় লাগে ৯৩০০ কোটি বছর। এই মহাবিশ্বের কাছে মহাবিশ্বের সবথেকে বড় গ্যালাক্সি অ্যালকিয়োনেস খুবই সামান্য। মহাবিশ্বের শেষ আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বাহির করতে পারেনি। এই মহাবিশ্বের কোন শেষ নেই এটি অসীম।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url